1. admin@bdprothombarta.com : admin :
বাবা হুজুরের মৃত্যুতে ছাত্র আন্দোলনের শোক প্রকাশ - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন

বাবা হুজুরের মৃত্যুতে ছাত্র আন্দোলনের শোক প্রকাশ

সানজিদ হক, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৫৬৩ বার পঠিত

আল্লামা মুমতাজুল করিম (বাবা হুজুর) এর ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর শোক প্রকাশ। দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার প্রবীণ ওস্তাদ ও পীর সাহেব চরমোনাই’র ফুফা আল্লামা মুমতাজুল করিম (বাবা হুজুর) -রহ. এর ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ ও সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর এক যৌথ শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। ২৮ মার্চ ২০২৩ মঙ্গলবার দেয়া শোকবার্তায় হযরতের ইন্তিকালে পরিবার-স্বজন, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে গভীর শোক জানিয়ে মহান আল্লাহর নিকট মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। মুমতাজুল করিম বাবা হুজুর ১৯৪২ সালের ২৭ ডিসেম্বর কুমিল্লা জেলার সদর থানার ডুলিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মুহাদ্দিস হিসেবে যোগ দেন এবং মুসলিম শরিফের দরস দেওয়া শুরু করেন। ১৯৮৪ সাল থেকে টানা ৩৫ বছর তিনি হাটহাজারী মাদরাসায় হাদিসের দরস দিয়েছেন। চরমোনাই মাদরাসায় শিক্ষক হিসেবে নিয়োগের কিছুদিনের মধ্যেই মরহুম চরমোনাই পীর মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি মাওলানা মুমতাজুল কারিমকে অত্যাধিক স্নেহ ও ভালোবাসার পাত্রে পরিণত করে মেয়ে হুরুননেছা বেগমকে তার সঙ্গে বিয়ে দেন। দুই ছেলে ও দুই মেয়ের জনক বাবা হুজুর। তার বড় ছেলে মাওলানা মাহমুদুল হাসান মুমতাজী দেশবিখ্যাত আলেম। তিনি তেজগাঁও রহিম মেটাল জামে মসজিদের খতিব, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্ট বাংলাদেশের আমির ও ইসলামিক কালচারাল ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার রচিত গ্রন্থাবলীর অন্যতম হলো- আরবি বুখারি শরিফের ব্যাখ্যাগ্রন্থ বাদয়ুল কারি ইলা দিরাসাতিল বুখারি, বুখারি শরিফের উর্দূ ব্যাখ্যাগ্রন্থ হাবিবুল বারী শরহিল বুখারি, আরবি কাওয়ায়েদে ফিকহিল হানাফি, তারিখুত তাফসির, কোরআন-হাদিসের অমূল্য রত্ন, পরকালে মুক্তি কিসে (অনুবাদ), উলুমুল কোরআন, এসো কোরআনের অর্থ শিখি, আকিদায়ে খতমে নবুওয়ত, রায়বেন্ডের দশদিন (অনুবাদ) ও আল্লাহকে পাওয়ার রাস্তা। এছাড়া বিভিন্ন মাসিক পত্রিকা, স্মরণিকা ও স্মারকগ্রন্থে তার অনেক লেখা প্রকাশ পেয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews