দীর্ঘ ১৮ বছর পর গত বৃহস্পতিবার নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদনের পর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে জানানো হয়। নবগঠিত নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কাওসারুল আলম কাওসার, যুগ্ম আহবায়ক চয়ন মাহমুদ খান জেরিন ও যুগ্ম আহবায়ক -মোহাম্মদ শরীফ আহম্মেদ, সদস্য: মোহন সরকার,নবাব,রাকিব আল হাসান,সোহেল রানা,খায়রুল ইসলাম,আমিনুল ইসলাম আমিন,মেহেদি হাসান শাকিল,জয়দর মিয়া,তরুন মিয়া,আব্দুল জব্বার, শাহীন ওরফে সায়েম,সবুজ হাসান জয়,ইমরান,সোহরাব, রহমত আলী,আসাদুজ্জামান রাব্বি,রাসেল মিয়া,মুহাম্মদ আবু কাউসার,বিল্লাল মেম্মার,ও মোহাম্মদ মনিম। কমিটির অনুমোদন দিয়েছেন নিকলী উপজেলার দ্বায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জোহরা পারভীন জয়া,মনিরুজ্জামান মনির ও জাতীয় পরিষদ সদস্য মোতালেব হোসেন অপু। দীর্ঘদিন পর কমিটি গঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।আহবায়ক,কাওসারুল আলম কাওসার, মহান আল্লাহ তালার শুকরিয়া আদায় করে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলার দ্বায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দল থেকে বলা হয় কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে সমন্বয় করে আগামী ২ মাসের মধ্যে সদস্য সংগ্রহ করে সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে উপজেলা কমিটির সম্মেলন করার জন্য।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com