১৬৮টি হারানো মোবাইল মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
১৬৮টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ। এসময় বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া দুই লাখ ৩১ হাজার ৭৯০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা পুলিশ লাইনস কনফারেন্স হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
১৬৮টি হারানো মোবাইল মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
এসময় সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে জনগণের হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত দুইমাসে হারানো ১৬৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২৫ লাখ ২০ হাজার টাকা।
১৬৮টি হারানো মোবাইল মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
তিনি আরও জানান, বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া দুই লাখ ৩১ হাজার ৭৯০ টাকা উদ্ধার করে মালিকদের ফেরত দেওয়া হয়েছে।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com