জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
বুধবার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন
স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান তারা।
পরে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন ও জাতির পিতার মাগফেরাত কামনায় দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক কামাল, সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ,সহ সভাপতি মেহেদী হাশেম দিপু,ইঞ্জিনিয়ার জুবায়ের ইবনে সাঈদ,শহীদুল আলম তৌফিক, বুলবুল আহমেদ, রফিকুল ইসলাম, আসাদুল হক আসাদ,উবায়তুল্লাহ,যুগ্ন সাধারণ সম্পাদক সুমন সিরাজি,সাংগঠনিক সম্পাদক রাব্বি মিয়া,প্রচার সম্পাদক শাহ মোহাম্মদ রাসেল প্রমুখ।
এ সময় করিমগঞ্জ উপজেলা সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।