কিশোরগঞ্জের করিমগঞ্জে কর্জের ৬৩ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎতের অভিযোগে গুনধর ইউনিয়নের গুনধর গ্রামের শাহাদাৎ হোসাইন পান্নু পিতামৃত ফজলু মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে মদন গ্রামের জুনায়েদ কবির করিমগঞ্জ থানায়।বৃহস্পতিবার (২৩ মার্চ)বিকালে জুনায়েত কবির বলেন,আমার সঙ্গে পরিচয় থাকার সুবাদে ৬৩ লাখ ৪০ হাজার টাকা কর্জ দেয়া হয়।পাওনা টাকা চাইলে হত্যার হুমকি দিত বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন জুনায়েদ কবির।গুনধর ইউনিয়নের মদন গ্রামের জুনায়েদ কবির পিতা মো:আবু সালেহ মহি উদ্দিন বাদী হয়ে আদালতে এই মামলা করেছেন।মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আসামী যোগসাজশে প্রতারণা আশ্রয়ে কর্জ নিয়ে জুনায়েদ কবিরের টাকা আত্মসাত করেন।জুনায়েদ কবিরের কর্জের টাকা পরিশোধ না করে সম্পূর্ণ টাকা আত্মসাত করেন শাহাদাত হোসেন পান্নু।শাহাদাৎ হোসাইন পান্নু বলেন,পুরো টাকা পরিশোধ করার পরও জুনায়েদ কয়েক গুন টাকা দাবি করছেন।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com