সম্মেলনের ৩ মাস ২০ দিন পর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
সোমবার রাতে করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদনের পর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে জানানো হয়।নবগঠিত করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক কামাল ও সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ।আংশিক কমিটিতে সহ সভাপতি পদ পেয়েছেন-মেহেদী হাশেম দিপু,ইঞ্জিনিয়ার জুবায়ের ইবনে সাঈদ,শহীদুল আলম তৌফিক, বুলবুল আহমেদ, রফিকুল ইসলাম, আসাদুল হক আসাদ ও উবায়তুল্লাহ।যুগ্ন সাধারণ সম্পাদক পদ পেয়েছেন সুমন সিরাজী।সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন রাব্বি মিয়া,প্রচার সম্পাদক পদ পেয়েছেন শাহ মোহাম্মদ রাসেল।
এ আংশিক কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ সুখেন্দু শেখর বৈদ্য ও জাতীয় পরিষদ সদস্য সিরাজুল ইসলাম হাওলাদার।
উল্লেখ্য,গতবছরের ১ ডিসেম্বর উৎসব মুখর পরিবেশে করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।ঐদিন কমিটি ঘোষণা ছাড়াই সম্মেলন শেষ হয়।এর ৩ মাস ২০ দিন পর কমিটির অনুমোদন দেয়া হয়েছে।দীর্ঘদিন পর কমিটি গঠিন হওয়ায় নেতাকর্মীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।সভাপতি আজিজুল হক কামাল মহান আল্লাহ তালার শুকরিয়া আদায় করে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও করিমগঞ্জ উপজেলার দ্বায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com