করিমগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা
মোহাম্মদ রুবেল, স্টাফ রিপোর্টার
প্রকাশিত :
শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
১৩৪
বার পঠিত
কিশোরগঞ্জের করিমগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রী (১১) কে ধর্ষণের অভিযোগ উঠেছে মোস্তাকিম মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এলাকার কিছু লোক। এ ঘটনায় প্রভাবশালীদের চাপে ১৩ দিনেও মামলা করতে পারেনি ভুক্তভোগীর পরিবার।
ঘটনাটি ঘটেছে গুনধর ইউনিয়নের দ: আশতকা গ্রামে। অভিযুক্ত মোস্তাকিম (১৭) একই গ্রামের মৃত জিয়া উদ্দিনের ছেলে। ভুক্তভোগী স্কুল ছাত্রী করিমগঞ্জ উপজেলার দ: আশতকা মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ, রবিবার সন্ধ্যায় মোস্তাকিম মিয়া স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে নিজ ঘরে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করতে গেলে দেখে মেয়েটিকে ঘরে তালাবদ্ধ করে মোস্তাকিম মিয়া কৌশলে পালিয়ে যায়। ধর্ষণের পর এলাকার কিছু লোক সালিশের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
গুনধর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আজহারুল ইসলাম বকুল বলেন, শুক্রবার, ২৪ মার্চ সকাল ১০টার দিকে তারা ওই ছাত্রীর মাকে ২ লাখ ৩০ হাজার টাকা নিয়ে মীমাংশায় যাওয়ার জন্য প্র়ভাবশালীরা চাপ দিচ্ছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছায়েম ভূঁইয়া রাসেল বলেন, স্কুলছাত্রী ধর্ষণের কথা শুনেছি।
করিমগঞ্জ থানার ওসি শামছুল আলম সিদ্দিকী জানান, এ বিষয়ে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।