দীর্ঘ ৭ বছর পর কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠান মুলতবি হয়েছে।
রবিবার সকালে জেলা শহরের অতিথি কমিউনিটি সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিবহণ মালিক সমিতির আহবায়ক হেলাল উদ্দিন মানিকের সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন মজুমদার (কুমিল্লা),সাধারণ সম্পাদক (সদর) মো:আবুল কালাম (ঢাকা),যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (ময়মনসিংহ)।
জেলা মালিক পরিবহণ মালিক সমিতির সদস্য সচিব আলমগীর রেজা মুরাদের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শফিকুল আলম শিপলু, আনিসুজ্জামান বাবুল, সামসুজ্জামান রিটু প্রমুখ।