“শব্দের শৈলীতে জাগুক মানুষের মনুষ্য ! উলব্ধির জাগরনে বাঁচুক মানবিক বিশ্ব !” স্লোগানে গত কাল (১৪ মার্চ)মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের হোটেল শেরাটনের হল রুমে সোনালী ব্যাংক লিমিটেড, স্টেশন রোড শাখা, কিশোরগঞ্জ এর ম্যানেজার, সাবেক কলেজ শিক্ষক ও কবি মোঃ আলমগীর এর প্রথম কাব্যগ্রন্থ “বেদনার কাব্যকথা” এর প্রথম প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রকাশনা উৎসবের আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড, এর ডেপুটি জেনারেল ম্যানেজার ও কিশোরগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান জাহাঙ্গীর আলম সিদ্দিকী,আমন্ত্রিত অতিথিদের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন বীর মুক্তিযুদ্ধা, প্রবীন আইনজীবী নাসির উদ্দিন ফারুকী, বিশিষ্ট ছাড়াকার, লেখক ও গবেষক জাহাঙ্গীর আলম জাহান, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, সুকুমারবৃত্তির পৃষ্ঠপোষক সি আই পি বাদল রহমান। তাছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব শামছুন্নাহার মাকসুদা, এনএসআই এর উপ-পরিচালক ইকবাল হোসাইন, গুরুদয়াল সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ করিম উল্লাহ, সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, ওয়ানিনেওয়াজ খান কলেজ এর সহযোগী অধ্যাপক ড. আবুল মাসাকিন মোঃ আনওয়ারুল হক, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক শহীদুল ইসলাম রুবেল, কিশোরগঞ্জ সদরের মাধ্যমিক শিক্ষা অফিসার রোকনউদ্দিন, হোসেপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো সহ কিশোরগঞ্জের পদস্থ কর্মকর্তা, শিক্ষক ব্যাবসায়ী, রাজনীতিবিদ, লেখক, সাহত্যিক ও আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঈশাখাঁ ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ বদরুল হুদা সোহেল। ঢাকাস্থ দ্যু প্রকাশন থেকে প্রকাশিত বইটি কবি মোঃ আলমগীর দীর্ঘ ২৭ বছরের কাব্য সাধনার ফল। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে অনাচার, অবিচার, গুরামি, কপটতা দুরকরনে মানুষের উপলব্ধি জাগাতে বইটি অবদান রাখবে বলে মতামত প্রকাশ করেন এবং বইটির বহুল প্রচার ও পাঠক প্রিয়তা পাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।