কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, আগুন সন্ত্রাস, গুজব ও অপপ্রচারের প্রতিবাদে আজ বুধবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এনামুল হক বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ ২-(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ এমপি। সমাবেশে তিনি বলেন, জাতীয় নির্বাচন ঘিরে আবারো অপতৎপরতা শুরু করেছে বিএনপি-জামায়াত। জালাও-পোড়াও, ভাংচুরসহ মানুষ হত্যার ষড়যন্ত্র শুরু করছে। স্বাধীনতা বিরোধী ওই অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জর্জ কোর্টের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো: আবু নাসের (সঞ্জু), কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান (শুক্কুর আলী), কটিয়াদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার ,কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, কটিয়াদী পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তুফা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহরিয়ার আহমেদ পাভেল, কটিয়াদী সরকারী কলেজের সাবেক ভিপি দুলাল বর্মন, পাকুন্দিয়া পৌর মেয়র নজুরুল ইসলাম, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম শফিক, কটিয়াদী উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com