কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে এক ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত তৌহিদ মিয়া(৩৫)করিমগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের চরপাড়া এলাকার আবু শহিদের ছেলে।বুধবার (১৫ মার্চ) সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে।নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বুধবার (১৫ মার্চ) সকাল ৭ টার দিকে তৌহিদ মিয়া (৩৫)বৃষ্টিপাতের সময় বাড়ির সামনে কাঠের টুকরো সরানোর সময় হঠাৎ বজ্রপাতে বিকট আওয়াজের সময় কানে হাত দিয়ে মাটিতে ঢলে পড়েন। পরে তাকে তাৎক্ষণিক করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।