কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরর মুন্না (১৪) নামের এক কিশোরকে অপহরন করে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবী করেছে অপহরণকারীরা। জানা যায়,বাজিতপুর উপজেলার সরারচর এলাকার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মো:মুন্না(১৪)কে গত শনিবার (৪ মার্চ) থেকে খুজে পাওয়া যাচ্ছে না।তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুজাখুজি করার পর তার কোন সন্ধান পায়নি।পরে মুন্নার ভাই মোঃ মাসুম মিয়া (৩৭) একটি সাধারণ ডায়রী করে বাজিতপুর থানায়।রবিবার ৫ মার্চ বেলা ৩.৪০মিনিটে মাসুম মিয়ার ফোনে একটি নাম্বার থেকে কল আসে।বলে যে, তোমার ভাই আমাদের কাছে আছে, মুক্তিপণ হিসাবে ২০,০০০/- (বিশ হাজার) টাকা দাবি করে।মাসুম জানান,যদি টাকা না পাঠাই তাহলে আমার ভাইকে নির্যাতন করবে এবং মেরে ফেলার হুমকি দেয়। তিনি আরো জানান,পরবর্তীতে সোমবার ৬ মার্চ সকাল ১০.৩০ মিনিটে অন্য একটি নাম্বার থেকে ফোন দিয়ে বলে যে টাকা চাই। তার পর বাধ্য হয়ে আমি কিছু টাকা পাঠাই। আমি জানি না আমার ভাই কোথায় এবং কেমন আছে। বর্তমানে মুন্নার নিরুপায় হয়ে সাহায্য চাইছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট।তার ভাইকে উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে।