পুলিশ মেমোরিয়াল ডে -২০২৩ শ্রদ্ধা-ভালোবাসায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণ….
দেশ ও জনগণের সেবায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩।
দিনটি উপলক্ষে আজ বুধবার (১ মার্চ) সকাল ১০ টায় পুলিশ স্টাফ কলেজে স্থাপিত পুলিশ মেমোরিয়াল বেধি-তে ফুল দিয়ে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম(বার), পিপিএম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সদস্যদের পরিবারের সদস্যরা বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান, এসবি প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার(এডমিন) এ কে এম হাফিজ আক্তার, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।