1. admin@bdprothombarta.com : admin :
কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিত্রুুট কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিত্রুুট কনস্টেবল পদে নিয়োগের প্রক্রিয়া

আরাফাত হোসেন সাগর, স্টাফ রির্পোটার
  • প্রকাশিত : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২২৩ বার পঠিত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ পুলিশ একটি একটি আইন প্রয়োগকারী সংস্থা। বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং দেশের শান্তি বজায় রাখতে বাংলাদেশ পুলিশ সর্বদা নিয়জিত রয়েছে। উইকিপেডিয়া (Wikipedia) অনুসারে, বর্তমানে এই সংস্থায় মোট ২ লক্ষ ৫৬ হাজার ৩ শত ৪৪ ব্যাক্তি কর্মরত রয়েছেন। আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থী। চলুন আমরা এই বিজ্ঞপ্তির আদ্যোপান্ত জেনে আসি বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিত্রুুট কনস্টেবল তথা টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-এর আলোকে। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (SSC) পাস। বৈবাহিক অবস্থা: অবিবাহিত। জাতীয়তা: বাংলাদেশী। বয়স: ১৮-২০ বছর। আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছর হতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২৩এ দেওয়া তথ্য মতে, সকল কোটাধারী প্রার্থী নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। 

শারীরিক যোগ্যতা: পুরুষ ও নারী উভয় প্রার্থীর জন্য শারীরিক যোগ্যতা কি থাকতে হবে তা নিম্নে দেওয়া হলো।

বিবরণ পুরুষ নারী
উচ্চতা সাধারণ প্রার্থী – ৫ ফুট ৬ ইঞ্চি
কোটাধারী – ৫ ফুট ৪ ইঞ্চি
 সাধারণ প্রার্থী – ৫ ফুট ৪ ইঞ্চি
কোটাধারী – ৫ ফুট ২ ইঞ্চি
বুকের মাপ সাভাবিক – ৩১ ইঞ্চি
সম্প্রসারিত – ৩৩ ইঞ্চিকোটাধারীদের ক্ষেত্রে,
সাভাবিক – ৩০ ইঞ্চি
সম্প্রসারিত – ৩১ ইঞ্চি
ওজন বয়স ও উচ্চতা অনুসারে।
দৃষ্টি শক্তি ৬/৬ ৬/৬

যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে মোট ০৭টি ধাপে। ধাপগুলো নিম্নে দেওয়া হলো।

  1. প্রিলিমিনারি স্ক্রিনিং;
  2. শারীরিক মাপ এবং ধৈর্য পরীক্ষা;
  3. লিখিত পরীক্ষা;
  4. মৌখিক পরীক্ষা;
  5. প্রাথমিক নির্বাচন;
  6. পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা;
  7. এবং নিয়োগ প্রদান করা।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews