কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঐতিহ্যবাহী লুলিকান্দি উচ্চ বিদ্যালয়ের ৪৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৫ মার্চ) বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং অভিভাবক দিবস। লুলিকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দশবারের নির্বাচিত সভাপতি মো. সারোয়ার রানার সভাপতিত্বে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কিশোরগঞ্জ-হোসেনপুরের কৃতি সন্তান জননেতা কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এভ. সাইদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, একাডেমিক সুপারভাইজার রওনক জাহানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষক বৃন্দ, ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউপি সদস্য জিল্লুর রহমান মুকুলে এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন বলেন অত্র বিদ্যালয়ের অবকাঠামগত মান উন্নয়নের জন্য একটি একাডেমিক ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা।