কিশোরগঞ্জের চরশোলাকিয়া বনানী মোড়ে আজ বিকাল ৪ ঘটিকায় এক ফ্লাট বাসায় ৪ দেহ ব্যবসায়ী এলাকাবাসীর নিকট আটক হয়। চক্রে ২ জন নারী সদস্য ও ২ জন পুরুষ। তারা দুই পরিবার যুগল বলে সবার কাছে পরিচয় দেয়। শহীদুল ইসলাম, পিতা: মোঃ গিয়াস উদ্দিন বয়স ২৭ বছর বাড়ি তাড়াইল উপজেলার সাচাইলে এবং তার পরিবারের নামে পরিচয়কারী তানিয়া আক্তার, পিতা: মৃত. কোহিল বয়স ২৮ বছর তাড়াইলের করাতিতে তার বাড়ি। দ্বিতীয় স্ত্রী তানিয়াকে নিয়ে তিনি এই দেহ ব্যবসা করেন। আরেক জন রিপন মিয়া, পিতা: রতন মিয়া বয়স ২৩ বছর নিকলীর ভাটিররাটিয়া গ্রামের অধিবাস। তার স্ত্রী নামে পরিচয় দেন আরেকজন নারী। এইসব তথ্য পাওয়া যায় তাদের সঙ্গে থাকা এনআইডি কার্ড হতে। বিকালে আনুমানিক ৩ ঘটিকায় মিঠামইন উপজেলার বাসিন্দা ২ জন পুরুষ খরিদ্দার হিসেবে তাদের ফ্লাটে আসে। ৪ জন তাদেরকে মারধর করে অশ্লীল ভিডিও ধারণ করে ১লক্ষ টাকা মুক্তপণ দাবী করে। মুক্তিপণ দেওয়ার জন্য একজন বিকাশের দোকানে গেলে সেখান থেকে পালিয়ে এলাকার জনগণকে ঠেকে সকল ঘটনা খুলে বললে এলাকাবাসী নিকটস্থ থানার ওসিকে বিষয়টি জানা। ওসি মোহাম্মদ দাউস বিষয়টি তৎক্ষণাত আমলে নিয়ে পুলিশ পাঠায়। পুলিশ ঘটনা স্থলে এসে এলাকাবাসীর হাত থেকে ৪ জন দেহ ব্যবসায়ী উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি দাউদ বলেন সাংবাদিকদের বলেন, তাদের উপর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে এবং আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।ভুক্তভোগী ২ জনকে ছেড়ে দেয়া হয়।