শাহজাহান সাজু (নিজস্ব) প্রতিবেদক: কিশোরগঞ্জের হোসেনপুরে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিটি ইউনিয়নে বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ সভা করে যাচ্ছে হোসেনপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২ মার্চ) দিনব্যাপী হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়, হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, এসআরডি শামসুদ্দিন ভূইয়া স্কুল এন্ড কলেজ, হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজ, বিএম কলেজ, হোগলাকান্দি উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে হোসেনপুর থানা পুলিশের উদ্যোগে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা মূলক সভা সম্পন্ন হয়েছে।
এই বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম(বার) নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রতিটি ইউনিয়নে বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বিট পুলিশিং এ ধরনের সচেতনতামূলক সভা অব্যাহত রেখেছে।