একটি সাধারণ পরিবারের ছেলে মোহাম্মদ রুবেল। কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলায় দিগদাইর ইউনিয়নে ৭নং ওয়ার্ডে সিংধা গ্রামে ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন। পড়াশুনা ও ভাল জীবনযাপন করার জন্য পরিবারটি পাড়ি জমায় রাজধানী ঢাকায়। রাজধানীর পূর্বরাজা বাজার, ফার্মগেটে শৈশবকাল,বাল্যকাল ও কৈশোরকাল পাড় হয়। প্রফেশনাল বিবিএ,এমবিএ ও এলএল.বি সম্পূর্ণ হয় জাতীয়বিশ্ববিদ্যালয় হতে। কলেজ জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তেজগাঁও কলেজে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ। ২০১৭ সালে ৪ ডিসেম্বর পরিবারের সাথে চলে আসে নিজ জেলা কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ সদরে ১০ বছর পূর্বে নিজস্ব বাড়ি করা ছিল। কিশোরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে মধ্যপাড়া, চরশোলাকিয়া, সাহেববাড়ীর রাস্তার একটু ভিতরে। কিশোরগঞ্জে এসে বিভিন্ন কর্ম জীবনে জড়িয়ে পড়েন। টিউশন ও কোচিংয়ের মাধ্যমে কিশোরগঞ্জ জেলায় কর্মজীবনের সূচনা হয় ২০১৮ ও ২০১৯সালে ২বছর। ডিলারশীপ ব্যবসা, মার্কেটিং, কিশোরগঞ্জ অনলাইন ইভেন্ট ম্যানেজমেন্ট, কিশোরগঞ্জ ম্যারেজ মিডিয়া ও ৪টি নেটওয়ার্ক মার্কেটিং [ (ক) বেস্ট অনলাইন মার্কেটিং, (খ) ইনডেক্স ল্যাবরেটরী আয়ু লিঃ, (গ) লাইক এইচ এম পি ওর্য়াল্ড ও (ঘ) ফ্রিডম বাজার মার্কেটিং লিঃ)] ব্যবসার মাধ্যমে কিশোরগঞ্জের ১৩টি উপজেলা ,৮টি পৌরসভা ও ১০৮ টি ইউনিয়ন ঘুরে জ্ঞান অজর্ন করতে সক্ষম হয়। রকমারি মানুষের সাথে চলাফেরা করে কিশোরগঞ্জ সম্পর্কে শতভাগ ধারণা লাভ করেন। ২০২০ সালে চলে আসে করোনা মহামারি তখন বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে মানবিক কার্যক্রম শুরু করা হয়। শোলাকিয়া স্বাধীন পায়রা সামাজিক সংগঠনের মাধ্যমে সাধারণ মানুষের সেবা করা শুরু হয় এবং পূর্বে থেকে রাজনীতির সাথে যুক্ত থাকায় ২০১৮ সাল থেকে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতির দায়িত্ব এবং ঢাকার আইডিয়াল “ল” কলেজে ছাত্রলীগ, ঢাকা আইনজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাথে সক্রিয় ত্যাগী কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। ২০২২সালে নতুন করে সাংবাদিকতার পেশায় নিয়োজিত হলেন। “দৈনিক বাংলাদেশ সময়” স্টাফ রির্পোটার হিসেবে যোগদান করেন। পরে “দৈনিক তরুণ কন্ঠ, “দৈনিক বাণিজ্য প্রতিদিন, বিডি প্রথম বার্তায় (অনলাইন নিউজ পোর্টাল) জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত হন। এছাড়া ও রুবেল ইলেকট্রনিক্স নামে শোলাকিয়া সাহেব বাড়ী মোড়ে ২০২০সালে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। কিশোরগঞ্জ জেলা জজ কোর্টে শিক্ষাণবিশ আইনজীবী হিসেবে ২০২২সালে নাম লিখেন। ২০২৩ সালে বর্তমানে তিনি কিশোরগঞ্জ জেলার সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিশনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ব্যবসায়ী, রাজনীতি, সাংবাদিকতা ও শিক্ষানবীশ আইনজীবী হিসেবে জেলা জজ কোর্টে ব্যস্ত সময় পাড় করছেন। তার চিন্তা ভাবনা ভবিষ্যতে সমাজে অবদান রাখার জন্য নিজেকে উন্নতির সোপানে পোছানো। নিরলস কাজ ও সততার মাধ্যমে মানুষের সেবা করা তার ব্যক্তিগত উদ্দেশ্য বলে তিনি জানান। তিনি আর বলেন, আমার বর্ণাঢ্য জীবনের ৫ টি বছর সবার সাথে শেয়ার করলাম যেন সকল মানুষ অনুপ্রেরণা পায়।