কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে চোরাই অটোরিকশাসহ গ্রেফতার দুইজনকে রবিবার আাদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- হোসেনপুর উপজেলার গলাচিপা গ্রামের আল-আমিন (৩৪) ও নামা শাহেদল মোল্লা বাড়ির কাইয়ুম মোল্লা (৩৪)। পুলিশ জানায়, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হোসেনপুর ফলপট্টি থেকে চালকের অনুপস্থিতিতে অটোরিকশাটি নিয়ে যায়। এ ব্যাপারে অটোরিকশার মালিক হোসেনপুরের দক্ষিণ আড়াইবাড়িয়া এলাকার আইন উদ্দিন (৫৫) বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পরদিন সকালে কুলিয়ারচর থেকে চোরাই অটোরিকশাসহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, গ্রেফতার দুজন পেশাদার অপরাধী। তাদের বিরুদ্ধে এ সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।