1. admin@bdprothombarta.com : admin :
মহামান্য রাষ্ট্রপতির বাড়িতে মেহমান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - বিডি প্রথম বার্তা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন

মহামান্য রাষ্ট্রপতির বাড়িতে মেহমান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোহাম্মদ রুবেল, স্টাপ রিপোটার
  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯৬ বার পঠিত

মোহাম্মদ রুবেল,কিশোরগঞ্জ:যোগাযোগ ব্যবস্থার আমল পরিবর্তনে বদলে গেছে একসময়ের অবহেলিত কিশোরগঞ্জের হাওর অঞ্চল। এখন হাওর জুড়ে চোখে পড়বে বড় বড় অবকাঠামো, বদলে গেছে হাওরের জীবন মান। গ্রামীণ অর্থনীতিতে ফিরেছে গতি নিজের হাতে গড়ে তোলা শহরের সব সুবিধা এখন হাওরে। আর বদলে যাওয়া হাওরের এমন একটি মাইলফলক সেনানিবাস উদ্বোধন করতে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের নিজের গ্রামে আসছেন দেশের প্রধানমন্ত্রী। তাইতো জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বাড়িতে দুপুরের খাবারের নিমন্ত্রণ দিলেন রাষ্ট্রপতি । মিঠামইনের কামালপুর গ্রামে নিজের বাড়িতে প্রধানমন্ত্রী কে বরণ করতে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। দুপুরের দিকে প্রধানমন্ত্রী কামালপুর গ্রামে যাবেন সেখানেই তাকে অভিনন্দন জানাবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। দুপুরের খাবারের মেনুতে হাওরের বিভিন্ন প্রকার তাজা মাছ ছাড়াও থাকবে অষ্টগ্রামের সুস্বাদু পনির। দুপুরের খাবারের পর কামালপুর বাড়িতে বিশ্রাম নিবেন প্রধানমন্ত্রী। মিঠামইন থেকে ফেরার সময় তাকে উপহার দেয়া হবে অষ্টগ্রামের পনির। এরই মধ্যে রাষ্ট্রপতির কামালপুরের বাড়িটি ধোঁয়া মোছা করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। বাড়ির দেয়ালে নতুন করে রং করা হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণে  সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানালেন রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিক। মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক বলেন,  ২৮ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে আসবেন ক্যান্টনমেন্টে, ক্যান্টনমেন্ট উদ্বোধনের পর উনি আমাদের বাড়িতে চলে আসবেন। উনি সেখানে রেস্ট নেবেন এবং ওখানে খাওয়া-দাওয়া করবেন খাওয়া-দাওয়া করার পর উনি সভা মঞ্চে আসবেন। মহামান্য উনাকে দাওয়াত দিয়েছেন আমরা সব উনাকে ঐদিন খাওয়াবো। আমরা সবসময় উনাকে পনির পাঠাই এরপরও যেদিন উনি এখানে আসবেন আমরা ওনার সাথে আমরা পনির দিয়ে দিব। ২৭ ফেব্রুয়ারি বাড়িতে চলে আসবেন রাষ্ট্রপতি অবস্থান করবেন নিজের বাড়িতে রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকাল দশটায় মিঠামইনে নব নির্মিত মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন ও  জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকাল ৩ টায় স্থানীয় হেলিপেট মাঠে  আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন দলের সভাপতি শেখ হাসিনা ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews