কিশোরগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
মোহাম্মদ রুবেল, স্টাপ রিপোটার
প্রকাশিত :
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
১৪৭
বার পঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির উদ্যোগে গণতন্ত্রী পার্টির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৫ টায় অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান মিল্কী আরজু,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী হাবিবুর রহমান মুক্তু,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ব্রজেন্দ্র দেবনাথ, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল,কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী আলমাস মাস্টার,দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনুপম দেবনাথ,কিশোরগঞ্জ জেলা জাতীয় যুব ঐক্যের সভাপতি অ্যাডভোকেট রূপক রঞ্জন রায়, গণতন্ত্রী পার্টি নেতা অ্যাডভোকেট সুদিপ্ত সাহা দ্বীপ কিশোরগঞ্জ সদর উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ডা:স্বপন ভৌমিক,কিশোরগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ আলী, করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক,গণতন্ত্রী পার্টি নেতা,স্বপন ঘোষ,সুধা বিন্দু প্রমুখ।
আলোচনাসভায় বক্তব্যরা বলেন,যারা পাকপ্রেমিক তারাতো ইতিহাস বিকৃত করেই থাকে।আমাদের মধ্যেও অনেকে ইতিহাস বিকৃত করেছে।এই সব ইতিহাস বিকৃতকারী অপশক্তিকে রুখতে হবে।১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে বাংলা ভাষার মর্যাদাকে স্বীকৃতি দিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গণতন্ত্রী পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।