1. admin@bdprothombarta.com : admin :
কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

মোহাম্মদ রুবেল, স্টাপ রিপোটার
  • প্রকাশিত : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১১৮ বার পঠিত

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে জেলার তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের মো. হাবীব ভূঁইয়ার ছেলে মো. সাকিন (২০)।দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন সাকিনের স্বজন ও বন্ধুবান্ধব সহ প্রতিবেশীরা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সকাল পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া কানিকাটা রেলক্রসিং এর সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিন তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের মো. হাবীব ভূঁইয়ার ছেলে। সে গুরুদয়াল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। কিশোরগঞ্জ সদর উপ‌জেলার দক্ষিণ লতিফাবাদ গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া কর‌তেন সাকিন। স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ভৈরবগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজন মারা গে‌লে তারা পু‌লি‌শে খবর দেন। কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের এ এস আই মো. ইউনুছ জানান, সকাল ১১টার দিকে ৯৯৯-এ কল পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাকিনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews