মোহাম্মদ রুবেল,কিশোরগঞ্জ:
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জে লুমিনাস কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন। উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
লুমিনাস কিন্ডারগার্টেনের পরিচালক মো: কামরুল ইসলাম সুমন এর সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ ইমাম, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এডভোকেট সাইফুল হক খান সাজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক একে এম শামছুল ইসলাম খান মাছুম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম,জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান,
সাবেক সহ-সভাপতি ফরহাদ আহমেদ টিটুল।
এ সময় অন্যান্যদের মাঝে জেলা আ.লীগের সদস্য হাসান মমিন উজ্জল, কিশোরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো: আ: গনি,মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, পৌর শ্রমিক লীগের সভাপতি আল মামুন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোহাম্মদ রুবেল কিশোরগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষার সহ উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মসিউর রহমান হুমায়ুন ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,ছেলে মেয়েদের শুধু লেখা জানলেই হবে না। লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলা, নাচ-গানসহ অন্যান্য নৈতিক শিক্ষার অভ্যাস গড়ে তোলতে হবে।তিনি আরো বলেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ,তুমরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com