প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ৬:৪৬ অপরাহ্ণ
সিআইডির জালে ধরা পড়ল আত্মগোপনে থাকা অপহরণ পূর্বক হত্যা করে লাশ গুম করা মিথ্যা মামলার ভিকটিম
মোসাঃ কুলসুম বেগম, স্বামী মোঃ মস্তফা হাওলাদার, সং- শেঃপুর, থানা কলাপাড়া, জেলা-পটুয়াখালী বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করেন যে, তার ছেলে মোঃ মাসুম বিল্লাহ (২৭) কে তার স্ত্রী,শ্বশুর ও শাশুড়ি অপহরণ পূর্বক মারধর করত হত্যা করে লাশ গুম করেছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে পটুয়াখালী জেলার কলাপাড়া আমলী আদালতে সিআর মামলা নং-৬০/২০২২, তাং- ১৭/০১/২০২২ খ্রিঃ, ধারা- ৩৬৪/৩৬৫/১০৯ পেনাল কোড দায়ের করেন।
নিজ স্ত্রী ও শ্বশুর-শাশুড়ি কর্তৃক মোঃ মাসুম বিল্লাহকে শ্বশুর বাড়ি হতে অপহরণ পূর্বক হত্যা করে লাশ গুমের ঘটনাটি দেশজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়। এর প্রেক্ষিতে অ্যাডিশনাল আইজিপি সিআইডি জনাব মোহাম্মদ আলী মিয়া বিপিএম পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত¡াবধানে ও নির্দেশনায় সিআইডি এলআইসি’র একটি টিম রহস্য উৎঘাটনের জন্য ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।
সিআইডি সরেজমিনে ছায়া তদন্ত কালে বাদী সহ ভিকটিমের পরিবারের ও আশপাশের লোকজনদের ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ সহ তথ্য উপাত্ত সংগ্রহপূর্বক বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম মোঃ মাসুম বিল্লাহকে হত্যা ও গুমের বিষয়ের সত্যতা নিয়ে সন্দেহের উদ্রেক হয়। ছায়া তদন্তে জানা যায় ইতো পূর্বে ভিকটিমের শ্বশুর ভিকটিম মোঃ মাসুম বিল্লাহসহ তার মা ও বাবার বিরুদ্ধে কলাপাড়া, আমলী আদালত পটুয়াখালীর সিআর মামলা নং- ৪৭/২০২২, তাং- ১২/০১/২০২২ খ্রিঃ, ধারা- ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড দায়ের করেছিলো। বিষয়টি সন্ধেহকে আরো ঘনিভুত করে পরবর্তীতে অনুসন্ধান টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ভিকটিম মোঃ মাসুম বিল্লাহ-কে জীবিত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারকৃত ভিকটিম মোঃ মাসুম বিল্লাহ(২৭)কে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে সে স্বেচ্ছায় আত্মগোপনে থাকার সত্যতা স্বীকার করে। ভিকটিমকে জিজ্ঞাসাবাদে সে আরো জানায় যে, তার শ^শুর তাকে সহ তার বাবা-মার বিরুদ্ধে প্রতারণা মূলক আত্মসাত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে আমলী আদালত পটুয়াখালীর সিআর মামলা নং-৪৭/২০২২, ধারা- ৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড দায়ের করেন। দায়েরকৃত মামলাটি বিজ্ঞ আদালতের নির্দেশে মহিপুর থানা পুলিশ তদন্ত করে আসামীদের বিরুদ্ধে বাদী কর্তৃক আনীত অভিযোগ প্রমানীত হওয়ায় বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করেন। সে পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। মোঃ মাসুম বিল্লাহ শ্বশুরের দায়েরকৃত মামলার দায় হতে অব্যাহতি পাওয়ার জন্য এবং প্রতিপক্ষকে ঘায়েল করার হীন মানসে পরিবারের সদস্যদের সাথে শলা পরামর্শ করে স্বেচ্ছায় নিজেকে আত্মগোপনে রেখে তার মা কুলসুম বেগম (৪৫)কে বাদি করে ভিকটিমের শ^শুর, শাশুড়ি এবং তার স্ত্রীর বিরুদ্ধে পটুয়াখালী জেলার সিআর মামলা নং-৬০/২০২২ দায়ের করেন। যা সিআইডির তদন্ত কালে সাক্ষ্য প্রমাণে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও প্রতিহিংসা মূলক প্রতিয়মান হয়েছে।
উদ্ধারকৃত ভিকটিমকে আদালতে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com
Developed By Mohammad Shamim