1. admin@bdprothombarta.com : admin :
কিশোরগঞ্জে ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে পিঠা উৎসব - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে পিঠা উৎসব

মোহাম্মদ রুবেল, স্টাপ রিপোটার
  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৭ বার পঠিত

মোহাম্মদ রুবেল,কিশারগঞ্জ: কিশোরগঞ্জে ঈশাখাঁ ইটারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন মাঠে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফসর ড. প্রিয় ব্রত পাল ফিতা কেটে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।এ সময় উপস্তিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ সাইদুর রহমান খান,বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন ও সাবেক সিনিয়র জজ রফিকুল আলম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর আরজ আলী,জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক হাবিবুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) চৌধুরী খায়রুল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের চেয়ারম্যান ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সাহেল, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে গ্রামীণ লোকজ ঐতিহ্যের আলোকে শীতকালীন বিভিন্ন পিঠা, পুলিতে অতিথিদের আপ্যায়ন করা হয়। পরে সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্তি ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews