1. admin@bdprothombarta.com : admin :
জরুরি ভিত্তিতে শিক্ষিত পাত্রীর জন্য পাত্র চাই - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন

জরুরি ভিত্তিতে শিক্ষিত পাত্রীর জন্য পাত্র চাই

সাইদুর রহমান
  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

আসসালামু আলাইকুম, জরুরি ভিত্তিতে শিক্ষিত ভদ্র পরিবারের কন্যার জন্য পাত্র চাই। পাত্রীর বিবরণ; নাম: ‘ক’ পিতা:‘খ’ মাতা:‘গ’ উপজেলা: কিশোরগঞ্জ সদর, ডাকঘর: কিশোরগঞ্জ সদর, বাসা: গৌরাঙ্গ বাজারের আশে পাশে, জেলা: কিশোরগঞ্জ। পাত্রীর গায়ের রং ফর্সা, লম্বা: ৫ফুট ৬ ইঞ্চি, যোগ্যতা: এমবিএ (ঢা:বি:), জন্মতারিখ: ১৯৯১সাল, সুঠাম দেহের অধিকারী। পাত্রীর বাবা মৃত. ছোট বোন ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী, ছোট ভাই কিশোরগঞ্জ বয়েজ স্কুলের এসএসসি পরীক্ষার্থী, মা গৃহিনী। পরিবার নিয়ে চলার জন্য বাবা রেখে গিয়েছেন ৫ তলা বাড়ি, ৩টি অন্যান্য পরিবহণ বাস , দোকান ও ব্যাংকে কিছু টাকা যা ডিপোজিট হিসেবে জমা আছে। ২বোন ,এক ভাই ও মা মোট ৪ জনের ছোট পরিবার। দায়িত্বশীল একজন পাত্র দরকার। পাত্রী শিক্ষিত, নামাজি, পরহেজগার, সম্পদশালী,মেধাবী ও ভাল বংশের। খোঁজ খবর নিয়ে দেখতে পারেন।

পাত্রের যেসব যোগ্যতা দরকার: শিক্ষাগত যোগ্যতা মাষ্টার্স যেকোন বিষয়ে। পেশা: ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বয়স: ৩২-৩৭ বছর, উচ্চতা: ৫ফুট ৮ ইঞ্চি থেকে ৬ফুট। কিশোরগঞ্জের কাছাকাছি জেলা: গাজিপুর, নরসিংধী, ময়মনসিংহ, নেত্রকোণা, নারায়নগঞ্জ হলে ভাল হয়। নামাজি, পরহেজগার ও ভাল পরিবারের একজন ভদ্র পাত্রের প্রয়োজন। পরিবার অবশ্যই প্রতিষ্ঠিত হতে হবে।

যোগাযোগ: মোহাম্মদ রুবেল ০১৬৮৭৮১০৫৩৪ Email: rubelmohammad313@gmail.com

পাত্রের বায়োডাটা ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। অথবা মোবাইলে কথা বলতে পারেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews