শিক্ষা কারিকুলাম থেকে ইসলামবিরোধী অধ্যায় প্রত্যাহার, বিদ্যুতের বর্ধিত মূল্য কমানো এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় দিনাজপুর জেলা জামায়াতের আমিরসহ দলটির ৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার(১১ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর জেলা শহরের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে পুলিশের দাবি, আটককৃত ব্যক্তিরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করেছিলেন।
আটককৃত ব্যক্তিরা হলেন,দিনাজপুর জেলা জামায়াতের আমির আনসুর রহমান(৬২),ফুলবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামের আমির মঞ্জুরুল কাদের (৫৪), একই উপজেলার শিবনগর ইউনিয়নের আমির আবু তাহের (৬২), জেলা জামায়াতের সদস্য জাহিদুল ইসলাম (৫৫), আবুল বাশার (৫০), পার্বতীপুর আমবাড়ি এলাকার ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক নাইম বিল্লাহ (২৮), একই উপজেলার পশ্চিম হুগলীপাড়া জামে মসজিদের ইমাম রফিকুল ইসলাম (৪৫)।
দিনাজপুর কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ (ওসি)তানভীরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আটক ব্যক্তিরা শহরে বিক্ষোভ মিছিলসহ নাশকতার পরিকল্পনা করেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। তাঁদের নামে নিয়মিত মামলাও রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com