কিশোরগঞ্জ প্রতিনিধ: কিশোরগঞ্জের হোসেনপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ ঘটিকায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে বিশাল শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সারাদেশে ইউনিয়ন ব্যাপী বিএনপি’র পদযাত্রার নামে জ্বালা পোড়াও ভাঙচুর সহিংসতার প্রতিবাদে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে শান্তি সমাবেশের আয়োজন করে। শান্তি সমাবেশটি মিছিলে রূপ নেয়, মিছিলটি আমান সরকার বাজার থেকে শুরু হয়ে লাউতলী বাজারে গিয়ে শেষ হয়। এ সময় শান্তি সমাবেশে অংশ নেন গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আওয়ামীলীগ নেতা সারোয়ার রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক শহীদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন সবুজ, সাইফুল ইসলামসহ, স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন বিএনপির যেকোনো ধরনের নৈরাজ্যের মোকাবেলা করতে সর্বদাই নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। বিএনপি’র পূর্ব ঘোষিত পদযাত্রার কর্মসূচিকে কেন্দ্র করে হোসেনপুরের দু-একটি স্থানে দলীয় কিছু নেতাকর্মীর উপস্থিতি দেখা গেলেও চোখে পড়ার মতো নয়।