তাড়াইলে ব্যারিস্টার মোঃ গোলাম কবির ভূঁইয়াকে গণসংবর্ধনা রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইলে প্রধানমন্ত্রি শেখ হাসিনার উন্নয়ন ক্যাম্পেইন ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার মোঃ গোলাম কবির ভূঁইয়াকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাড়াইল বাজারে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সমানে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূঞা। এতে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু বাসার, করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক কামাল, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হামিদুল আলম চৌধুরী নিউটন। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে অংশ গ্রহণ করেন। সমাবেশের শুরুতেই স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রিয় কমিটির শ্রম সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় ব্যারিস্টার মোঃ গোলাম কবির ভূঁইয়াকে পুস্পস্তবক ও ফুলের মালা দিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অভিনন্দন জানান।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com