কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর থানা পুলিশকে সহযোগিতাকারী আল মামুন জেলার শ্রেষ্ঠ গ্রাম পুলিশের পুরস্কার পেয়েছেন। সাজাপ্রাপ্ত একাধিক আসামী গ্রেপ্তার ও মাদক উদ্ধারে পুলিশকে সহযোগিতা করায়। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ার) জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ( পিপিএম বার) গ্রাম পুলিশ আল মামুনকে জেলার শ্রেষ্ঠ গ্রাম পুলিশের পুরস্কার প্রদান করেন। হোসেনপুর থানা সূত্রে জানা যায় সাজাপ্রাপ্ত পলাতক একাধিক আসামি ও মাদক দ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করায় গ্রাম পুলিশ আল মামুনকে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ গ্রাম পুলিশের পুরস্কার প্রদান করা হয়। গ্রাম পুলিশ আল মামুন হোসেনপুর থানার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। তিনি ইউপির ৪নং ওয়ার্ড মধ্য গোবিন্দপুরে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করে আসছেন। গ্রাম পুলিশ আল মামুন মুঠোফোনে জানান দেশ ও জাতির কল্যাণে গ্রাম পুলিশের পেশা কে পরমব্রত হিসেবে নিয়েছি। সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে আমি বদ্ধপরিকর। আমাকে জেলার শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পুরস্কার প্রদান করায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার স্যার সহ উর্ধ্বতন সকল পুলিশ অফিসারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জানান যে কোনো অবস্থান থেকে আন্তরিকতার সহিত কাজ করতে পারলে আত্বতৃপ্তি ও সম্মানিত হওয়া সম্ভব। গ্রাম পুলিশ আল আমুন পুরস্কারের জন্য কাজ করে নি। বরং দায়িত্ববোধ থেকে দেশের জন্য কাজ কারায়, তাকে পুরস্কৃত করেছে। কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বার) সর্বদা ভালো কাজের মূল্যায়ন করে থাকেন।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com