প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৩, ৮:৩০ অপরাহ্ণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের সেন্ট্রাল লাইন লাইট স্থাপনের উদ্যোগ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের সেন্ট্রাল লাইন লাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
** এজন্য জন্য ২ মাস রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ৫ ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকবে।
** ২ ফেব্রুয়ারী ২০২৩ থেকে ৩ এপ্রিল ২০২৩ পর্যন্ত এ সময়ে রানওয়ে বন্ধ থাকবে।
** এ সময়ে ফ্লাইটগুলোকে দিনের অন্য সময়ে স্থানান্তর করা হয়েছে।
** বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে দু:খ প্রকাশ করছে।
যাদের এ সময়ে ফ্লাইট আছে তারা সরসরি এয়ারলাইন অথবা যে এজেন্সি থেকে ফ্লাইটে পরিবর্তিত শিডিউল জেনে নিতে পারবেন। এই সময়ে যে সব ফ্লাইটের সময় পরিবর্তন ঘটছে যাত্রীদের সেই তথ্য জানিয়ে দিচ্ছে এয়ারলাইনগুলো। কিন্তু জটিলতা হচ্ছে, আমাদের বেশির ভাগ প্রবাসী টিকিট কাটার সময়ে নিজের ফোন নাম্বার, ইমেল ঠিকানা দেন না। আবার ট্রাভেল এজেন্সিগুলোও যাত্রীর তথ্য না দিয়ে নিজেদের ফোন ও ইমেইল দিয়ে টিকিট ইস্যু করে। ফলে এয়ারলাইনের পক্ষ থেকে ফোন করলে আর যাত্রীকে পাওয়া যায় না। তখন যাত্রী অভিযোগ করেন এয়ারলাইন তাকে কিছু জানায়নি। যাত্রীরা টিকিট কাটার সময় নিজের ফোন ও ইমেইল দিয়ে টিকিট ইস্যু করলে সকল ধরণের আপডেট তথ্য তিনি সরাসরি পাবেন। বিশেষ করে বিদেশ থেকে ছুটিতে দেশে আসার সময় আপনার বিদেশের ফোন নাম্বারের পাশিপাশি বাংলাদেশে পরিবারের একটি ফোন নাম্বার দিন।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com
Developed By Mohammad Shamim