“স্বেচ্ছায় করি রক্ত দান, হাসবে রোগী বাঁচবে প্রাণ” এই স্লোগানে দিনাজপুর চিরিরবন্দর ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে, কারেন্টের হাট ডিগ্রী কলেজে এক দিন ব্যাপি ফ্রী ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পেইনে প্রায় ৯০ জন শিক্ষার্থীর ব্লাড গ্রুপ টেষ্ট করা হয়। সঠিক সময়ে রোগীদের মাঝে রক্ত সহায়তা দিতে ও নিজেদের রক্তের গ্রুপ জেনে রাখতে এবং রক্তদাতা তৈরি করার লক্ষ্যে এ কার্যক্রমের আয়োজন মানবতার সেবায় সব সময় চিরিরবন্দর বার্তা ও চিরিরবন্দর ব্লাড ডোনার ক্লাব কাজ করে যাবে এটিই তাদের মূল উদ্দেশ্য ।
ফ্রী ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ জালাল উদ্দীন মজুমদার অধ্যক্ষ কারেন্ট হাট ডিগ্রী কলেজ ,চিরিরবন্দর ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা মোঃ আরিফুল ইসলাম,মোঃ ইমরুল আলী সোহাগ গাজী,মোঃ আরিফ বাবু,ডাঃ মোঃ মোস্তাফিজ সোহাগ ও মোঃ আনোয়ার হোসেন,সাংবাদিক মোঃ মঞ্জুর আলী শাহ্, সাংবাদিক এনামুল মবিন(সবুজ)।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,চিরিরবন্দর ব্লাড ডোনার ক্লাবের পরিচালক মোঃ মোক্তারুল ইসলাম,সিনিয়র সহ-পরিচালক মোঃশাহারিয়া সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক শ্রীঃচঞ্চল রায়, সহ- দপ্তর সম্পাদক মোঃ রনি ইসলাম,সহ-প্রকাশনা সম্পাদক শ্রীঃ স্বপন কুমার রায়,সহ-তথ্য সম্পাদক মোঃ আল-মাহি সরকার,পরিবেশ বিষয় সম্পাদক শ্রীঃ নিপুণ জন রায়, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নাসিম আক্তার নিশাদ, কারেন্ট হাট ডিগ্রী কলেজ শাখার পরিচালক মোঃ আবির আলীশ্রীঃ সবুজ রায়,মোঃ মাহাফুজ ইসলাম, শ্রীঃ মহেশ্বর রায়,মোঃ নাইম ইসলাম সহ চিরিরবন্দর ব্লাড ডোনার ক্লাব এর সকল শাখার সদস্যবৃন্দ।