“বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে ” কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওপেন হাউজ ডে -২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ) কুলিয়ারচর থানার আয়োজনে এ ওপেন হাউজ ডে আয়োজন করা হয়। এতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মস্তফা ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ শেখ রাসেল, পিপিএম (বার), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া,জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. এম.এমদাদুল হক, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ ও কমিনিটি পুলিশিং কমিটির সভাপতি ইমতিয়াজ বিন মুছা (জিসান), কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ, কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য আঃ ছাত্তার মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, এমজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের এমডি বিভাগীয় প্রধান (কার্ডিওলজি) প্রফেসর ডাঃ মোঃ মোখলেছুর রহমান অন্যন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস-চেয়ারম্যান সাইদা খানম মুক্তাসহ বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের ব্যাক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময়, অনুষ্ঠানে সঞ্চালনা করেন কুলিয়ারচর থানার সেকেন্ড অফিসার দেব দুলাল।