1. admin@bdprothombarta.com : admin :
একটি রাজনৈতিক গাইডলাইন: - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন

একটি রাজনৈতিক গাইডলাইন:

মোহাম্মদ রুবেল, স্টাপ রিপোটার
  • প্রকাশিত : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ২৮০ বার পঠিত

রাজনীতি করতে হলে আদর্শ নেতাদের অনুসরণ করতে হবে। অনেক ত্যাগ ও স্বপ্ন নষ্ট করে ,কষ্ট ও সাধনার মাধ্যমে নেতা হতে হয়।
একটি রাজনৈতিক গাইডলাইন:
১। রাজনীতি করার জন্য একটি দল সিলেক্ট করতে হয়।
২। এমন একটি দল পছন্দ করতে হবে যে দল স্বাধীনতার পক্ষে।
৩। যে দল একাধিকবার ক্ষমতায় এসেছে অর্থাৎ রাষ্ট্র কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে হয় তা সে দল জানে।
৪। যে দলের ওয়ার্ড ,ইউনিয়ন ,পৌরসভা ,মহানগর ,সিটি কর্পোরেশন এবং ৬৪ জেলায় কমিটি রয়েছে।
৫‌। যে দলের অবদান ছিল ১৯৪৭,১৯৫২,১৯৭১ এবং অন্যান্য বিশেষ দিনগুলোতে।
৬। যে দলের প্রধান হবে শিক্ষিত ,মার্জিত ,দক্ষতা ও অভিজ্ঞতা পারদর্শী এবং রাজনৈতিক বংশের।
৭‌। দেশভাগ ,ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের যে দলের ছিল অসামান্য অবদান।
রাজনীতির কয়েকটি ধাপ সমূহ:
১ম ধাপ:
১‌। কোন ব্যক্তি রাজনীতি করার ইচ্ছা পোষণ করলে তার কাছের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন অথবা প্রতিবেশীর মধ্যে যারা রাজনীতি করে এমন কারো হাত ধরে রাজনীতির ময়দানে প্রবেশ করতে হবে।
২। যে ব্যক্তি আপনাকে রাজনীতিতে নিয়ে আসলো তাকে সারা জীবন শ্রদ্ধা ও স্মরণ রাখতে হবে।
৩। একাধিক ব্যক্তির পেছনে রাজনীতি করা যাবে না তাহলে রাজনীতির মাঠে কোন দাম পাওয়া যাবে না।
২য় ধাপ:
১। নিজ দলের মূল দল অথবা অঙ্গ সংগঠনের সভাপতি অথবা সাধারণ সম্পাদকের সাথে মিলে রাজনীতি করতে হবে।
২। একজন দায়িত্বশীল বড় ভাইয়ের সাথে যোগদান করা।
৩। নেতার পছন্দের লোকদের সাথে মিলে থাকা এবং অপছন্দের লোকদের কাছ থেকে বিরত থাকা।
৪। নেতার নেতৃত্বে পার্টির সকল প্রোগ্রামে যোগদান করা।
৫। নিজ এলাকার মানুষদের সাথে সুসম্পর্ক তৈরি করে সকল প্রোগ্রামের কিছু সংখ্যক কর্মী নিয়ে উপস্থিত হওয়া।
৬। নেতার ব্যানার ,ফেস্টুন ও পোস্টার নিজ হাতে লাগানো।
৭। নেতা সহ তার সন্তানের জন্মদিন পালন করা।
৮। দুই ঈদ সহ অন্যান্য বিশেষ দিনে নেতাকে কিছু উপহার দেওয়া।
নিজ দলের প্রতি কিছু জ্ঞান থাকা অত্যাবশ্যক:
১‌। দলের গঠনতন্ত্র সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
২। নিজ দলের কেন্দ্রীয় কমিটির সম্পর্কে জানতে হবে এবং মুখস্ত রাখতে হবে।
৩। নিজ জেলার সকল কমিটির সম্পর্কে জ্ঞান রাখতে হবে এবং জেলা,উপজেলা ,ইউনিয়ন, পৌরসভা নির্বাচনে প্রচারণার কাজে অংশগ্রহণ করতে হবে।
৪। নিজ আসনের এমপি, জেলার ডিসি, এসপি ও নিজ থানার ওসি ও ইউনিয়নের ইউনোর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে।
৫। নিজ দলের সকল প্রোগ্রামে থাকার জন্য চেষ্টা করতে হবে।
৬। সর্বদা নিজ দলের সিনিয়রদের সম্মান করতে হবে।
৭। নিয়মিত রাজনীতির বই পড়তে হবে।
৮। রাজনীতির ময়দানে ও জ্ঞানের জগতে একসাথে বসবাস করতে হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews