কিশোরগঞ্জে কয়েক হাজার অসহায় হতদরিদ্র নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন এর পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় মানসুরা জামান নূতনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগমের পরিচালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উষারানী দেবী,শিক্ষাবিদ খালেদা ইসলাম,নারীনেত্রী আতিয়া, হোসেন, রানু,ফেরদৌসী কামাল,সাজিদা ইয়াসমিন , শাহিন সুলতানা ইতি, ফাহিমা আক্তার পলি, রুমা আক্তার, হাসিনা হায়দার চামেলী, মাহফুজা পলক মিনা খাতুন, এড শংকরী, মনোয়ারা জলি সুমাইয়া রুনা দেলোয়ারা রোকেয়া আক্তার, রেখা, হেপি, মনোয়ারা খানম শিখা, সুইটি ইসলাম,সোমা,ঝরনা,নুরজাহান, লাভলী, চায়না,সামিয়া,মুন্নী সহ অসংখ্য নারী নেত্রীবৃন্দ।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি,জেলা যুবলীগ নেতা রাশেদ জাহাংগীর পল্লব,জেলা মৎসজীবীলীগের সহ-সভাপতি, রফিকুল ইসলাম হেলাল,জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরহাদ আহমেদ টিটুল প্রমুখ।
আলোচনার পর্ব শেষে কয়েকহাজার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় শীতের উষ্ণতা হিসেবে শীত বস্ত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অসহায় শীতার্তরা।
এ সময় জেলায় কর্মরত সিনিয়র সাংবাদিক,পেশাজীবী,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ মুরসালিন তালুকদার বার্তা সম্পাদকঃএম আর জয় (সাংবাদিক) অফিস : ২৪ পুরানা পল্টন, ড.নওয়াব আলী টাওয়ার লিফটের ৫ ইমেইল : bdprothombarta@gmail.com