1. admin@bdprothombarta.com : admin :
করিমগঞ্জের অবৈধ ব্যাটারী কারখানা-সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর - বিডি প্রথম বার্তা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

করিমগঞ্জের অবৈধ ব্যাটারী কারখানা-সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর

বিডি প্রথম বার্তা ডেস্ক :
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ৯২ বার পঠিত

করিমগঞ্জের অবৈধ ব্যাটারী কারখানা-সিসা কারখানা বন্ধের দাবি এলাকাবাসীর কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জে কাদিরজঙ্গল ইউনিয়নের রহিমপুর এলাকায় জমি ভাড়া নিয়ে অবৈধ ব্যাটারী কারখানা ও সিসা গলানোর নির্গত ধোয়া ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ পরিবেশের ওপর বিরুপ প্রভাব ফেলেছে।এরই মধ্যে আশপাশের অনেক ফলদ গাছ মরে শুকিয়ে গেছে।এলাকাবাসীর বেশ কয়েকটি গো-ছাগল মরে গেছে।এসব রাসায়নিকের কারণে ওই এলাকায় বসবাসকারী মানুষ রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে।এলাকাবাসী, গবাদি পশু এবং পরিবেশ রক্ষার জন্য অবৈধ এ সিসা কারখানা বন্ধের দাবি জানান।সিসা গলানোর গন্ধে ও ধোঁয়ায় আশপাশের লোকজন থাকতে পারছেন না।অনেকের শ্বাস কষ্ট দেখা দিয়েছে।এছাড়া কারখানার ফলদ,বনজ গাছের পাতা শুকিয়ে গেছে এবং বেশ কয়েকটি বিভিন্ন গাছ মরে শুকিয়ে গেছে। এর মধ্যে কারখানার পাশেই কয়েকজন কৃষকের পাঁচটি গরু এবং তিনটি ছাগল মারা যায়।এরই প্রতিবাদে এবং কারখানা বন্ধের দাবিতে এলাকাবাসি রবিবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে কারখানাটির সামনে প্রতিবাদ সভা করছে।গ্রামের মধ্যে সিসা কারখানা স্থাপনের প্রতিবাদ কৃষকদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি সাংবাদিক আবুল মনসুর লনু সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য আ:মান্নানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান , সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী আলমাস মাস্টার,করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক,সাংবাদিক হাবিব রেজা,মানবাধিকার কর্মী মৌসুমী, কৃষক চুন্নু,আ:মালেক, প্রদীপ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 BD Prothom Barta
Theme Customized BY LatestNews