আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক স্লোগানে কিশোরগঞ্জের করিমগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে করিমগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার)। করিমগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মোঃ শামছুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ আ.ন.ম নৌশাদ খান, করিমগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোসলেহ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার,করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহাংগীর আলম সিরাজী প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান- ইউপি মেম্বারবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের বিদেশী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।