যাহার লক্ষ মাত্রা উদ্দেশ্য মা ও শিশু টিকা দান র্কমসূচি জন্ম নিয়ন্ত্রণ, উন্নত স্বাস্থ্য পরিচালনার লক্ষে প্রত্যেক থানা ও জেলা থেকে দরখাস্ত করার জন্য আহবান জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: পরিবার পরিকনাল্পনা স্বাস্থ্য সেবা
পদের নাম: পরিবার পরিকল্পনা পরিদর্শক
জেলার নাম: উল্লেখিত জেলা
পদের সংখ্যা: নির্দিষ্ট না
শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি/সমমান
অভিজ্ঞতা/দক্ষতা: সর্বসাকুল্যে-২৪৭০০/- টাকা ।
চাকরির ধরন: ফুল টাইম
আবেদন যেভাবে: আগ্রহীগন ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ ও মোবাইল নম্বর সহ শুধুমাত্র অফিসের ই-মেইলের মাধ্যমে স্বাস্থ্য সেবা পরিচালক বরাবর আবেদন পাঠাতে হবে। ই-মেইল : poribar333@gmail.com ১৭/ক, রোড নং-৪ মহাখালী ঢাকা-১২১৭। ছাত্র ছাত্রীদের পড়ালেখার সুযোগ থাকবে। নিজ থানা ও ইউনিয়ন পর্যায় কাজ করার সুযোগ থাকবে। যাহারা নির্বাচিত হবে তাদেরকে ফোনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
Send your CV to poribar333@gmail.com
আবেদনের সময়সীমা: ২৭ জানুয়ারি ২০২৩ ।