আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খানের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসংদ কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে শহীদ সৈয়দ নজরুল চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা।এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন তারা।বৃহস্পতিবার শীতার্তদের মাঝে কাপড় বিতরণ এবং শুক্রবার শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণের কথা রয়েছে।
উল্লেখ্য,বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্ণ করল আজ বুধবার। নানা চড়াই-উতরাই পেরিয়ে আন্দোলন-সংগ্রাম, গৌরব, ঐতিহ্য ও সাফল্য নিয়ে ৭৬ বছরে পা রাখল সর্ববৃহৎ ছাত্র রাজনৈতিক সংগঠনটি।